Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

কার্যাবলী :
১.       দেশের জনগণের জন্য পাঠ সুবিধা প্রদান ;
২.      প্রাথমিকভাবে নিয়োগবিজ্ঞপ্তি রেফারেন্স লাইব্রেরি হিসেবে কাজ করবে : (ক) সাধারণ পাঠকক্ষ   

         (খ) মহিলাদের জন্য বিশেষ পাঠকক্ষ (গ) সাময়িকী কক্ষ 
৩.     জেলা পর্যায় পর্যন্ত বিশেষ করে পাঠ্য ও রেফারেন্স বই এর উপর গুরুত্বারোপ করে জ্ঞানের সকল শাখার উপর একটি সুষম ও সমৃদ্ধ পুস্তক সংগ্রহ গড়ে তোলা ;
৪.     শিশু সাহিত্যের উপর পর্যাপ্ত সংগ্রহ গড়ে তোলা এবং নগরীর আবাসিক এলাকাসমূহে অবস্থিত শিশু গ্রন্থাগারে বহুল ব্যবহারের ব্যবস্থা গ্রহণ ;
৫.     আলোচনা সভা, রচনা ও বইপাঠ প্রতিযোগিতা, গ্রন্থ প্রদর্শণী ইত্যাদির মাধ্যমে সাধারণ জনগণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান চর্চা ও বুদ্ধিবৃত্তি সংক্রান্ত কাজে উৎসাহিত করা ।
৬.    দেশের গণগ্রন্থাগারগুলোর পুণর্গঠন ও উন্নয়নের দায়িত্ব পালন;
৭.     সকল শ্রেণীর জনগণকে রেফারেন্স ও পরামর্শসেবা প্রদান এবং বাস্তবায়নে দায়িত্ব পালন ;
৮.     সরকারি দপ্তরসমূহ ও জ্ঞানী ব্যক্তিবর্গকে গবেষণা ও রেফারেন্স সেবা প্রদান;
৯.    দেশে গণগ্রন্থাগার নীতি, আইন, বিধি ইত্যাদি প্রণয়ন এবং এগুলোর বাস্তবায়নে দায়িত্ব পালন;
১০    গণগ্রন্থাগার কর্তৃক দেশের সর্বস্তরের শিক্ষা কার্যক্রমে পরিপূরক সহায়তা প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে কার্যকর ভূমিকা পালন;
১১.    গণগ্রন্থাগারসমূহের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণের জীবনব্যাপী অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সৃষ্টি ;
১২.    দেশে নিরক্ষরতা দূরীকরণ ও উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রমে পরিপূরক সহায়তা প্রদান;
১৩.    সর্বশ্রেণীর জনগণের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রয়োজনীয় তথ্য সরবরাহ;
১৪.    জনগণের মধ্যে নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ সাধনে সহায়তা প্রদান;
১৫.    গণগ্রন্থাগার সমূহে পাঠকক্ষ ও রেফারেন্স সেবার পাশাপাশি পুস্তক লেনদেন সেবা, ভ্রাম্যমান গ্রন্থাগার সেবাসহ অন্যান্য সম্প্রসারণমূলক কার্যক্রম বাস্তবায়ন;
১৬.   জনগণের জন্য সুস্থ্য ও নির্মল অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি;
১৭.    প্রতিটি গণগ্রন্থাগারে পৃথকভাবে শিশু শাখা সংগঠন ও পরিচালনা এবং শিশু ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে তাদের মানসিক
         বিকাশ ও জ্ঞানের পরিধি সম্প্রসারণে প্রত্যক্ষ ভূমিকা পালন;
১৮.   প্রতিটি গণগ্রন্থাগারে রিপ্রোগ্রাফী সেবা প্রদান;
১৯.   দেশের সকল গণগ্রন্থাগারে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদান করা;