Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Dulal of Alal's house
Details

আলালের ঘরের দুলাল  লিখেছেন টেকচাঁদ ঠাকুর 

বাংলা সাহিত্যের দ্বিতীয় উপন্যাস 'আলালের ঘরের দুলাল'-এর লেখক প্যারীচাঁদ মিত্র।(এর আগে ১৮৫২ সালে হানা ক্যাথরিন মুলেনস 'ফুলমণি ও করুণার বৃত্তান্ত' বাংলা ভাষার প্রথম উপন্যাস।) তার ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'।গ্রন্থটি সম্পূর্ণ সামাজিক পটভূমিকায় রচিত। নব্য শিক্ষিত ইয়ংবেঙ্গলদের কার্যকলাপ ও পরিণতি গ্রন্থটির মূল প্রতিপাদ্য বিষয়। প্যারীচাঁদ মিত্র এই নবলব্ধ দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলেন যে, ধর্ম ও নীতিহীনতাই উচ্ছৃঙ্খলতার মূল কারণ। সুতরাং জীবনযাত্রা প্রণালীর মধ্যেই রয়েছে এ থেকে মুক্তির পথ। এ কথা প্রতিপন্ন করার জন্যেই তিনি আলালের ঘরের দুলালের কাহিনী নির্মাণ করেন। বইটি ইংরেজিতে অনুবাদ হয়, দ্যা স্পয়েল্ড চাইল্ড

Image
Publish Date
06/02/2019
Archieve Date
23/11/2039